Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » এনআরসি-র কারণেই হার, বিস্ফোরক স্বীকারোক্তি বিজেপি প্রার্থীর




কলকাতা: ইতিমধ্যে কালিয়াগঞ্জে ২ হাজারেরও বেশি ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। জয়ের পরেই উৎসবে মাতেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা। অন্যদিকে হার স্বীকার করে রীতিমতো হতাশ বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে মুখ খোলেন কমল চন্দ্র সরকার। রীতিমতো হতাশ হয়ে কমল চন্দ্র সরকার স্বীকার করে নেন এনআরসি-র কারণেই হার হয়েছে বিজেপির। মানুষকে বোঝাতে যে তাঁর দল সক্ষম হয়নি সে কথাও বলেন তিনি। তিনি বলেন, এনআরসি কেন্দ্র করেছে, আর তাই বিপক্ষে গিয়েছে তাঁর দলের। তিনি জানান, এনআরসি কেন্দ্রকে আঘাত করেছে। আর সেই কারণেই পরাজয় হয়েছে তাঁর। কালিয়াগঞ্জের পরাজিত বিজেপি প্রার্থী উল্লেখ্য, ৫৭ হাজার ভোটে এগিয়ে থেকে লড়াই শুরু করেছিল বিজেপি প্রার্থী। কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস। আর এনআরসি যে বড় ফ্যাক্টর একথা মানছেন অনেকেই। অন্যদিকে তপন দেব সিংহ জানান, মমতা ব্যানার্জীর উন্নয়ন ও এনআরসি এই দুই কারণেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি জানান, তাঁদের দলের সকলে তাঁর পাশে থেকেছেন। বুথ লেভেল থেকে দলের বড় নেতারা যে এগিয়ে এসে তাঁকে সাহায্য করেছেন এবং কঠোর পরিশ্রমেই যে এই জয় একথা মেনে নিয়েছেন তিনি। ২ হাজার ৩০৪ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ । আগের ভোটে ৫৭ হাজার ভোটের মার্জিনে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবার পরাজয়। নেত্রীর বিশ্বাস রেখেছিলেন, জয়ের পর বললেন তপন সিংহ দেব। মানুষ বিজেপির উপর বিতশ্রুদ্ধ। এনআরসি’র প্রভাব পড়েছে ভয়ঙ্করভাবে, দাবি বিজয়ী প্রার্থীর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply