ফ্রান্স ক্লাব পিএসজির ঘাতক হয়ে উঠেছিলেন ফ্রান্সেরই এক তারকা। পিএসজি কোচ টমাস টাখেল যাকে একবার 'আন্ডাররেটেড' স্ট্রাইকার বলেছিলেন। সেই করিম বেনজেমা। প্রথমার্ধের ১৭ এবং দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলের লিড এনে দেন তিনি। কিন্তু পিএসজির শেষের তিন মিনিটের শো'তে স্তব্ধ হয়ে যায় সান্তিয়াগো বার্নাব্যু।
ম্যাচের ৮১ মিনিটে এমবাপ্পে এবং ৮৩ মিনিটে পাবলো সারাবিয়া গোল করে দলকে সমতায় ফেরান। তাদের ওই গোলেই রিয়ালের মাঠে ২-২ গোলের সমতা পেয়ে যায় পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে বড় জয়ের পর গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের মাঠ থেকেও পয়েন্ট নিয়ে ফিরল প্যারিসের ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধে বল দখল থেকে আক্রমণের হিসেবে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল রিয়ালের কাছে। প্রথমার্ধে আক্রমণ এবং বল নিয়ন্ত্রণে নিয়ে পিএসজিকে দিশেহারা করে দেয় রিয়াল। নেইমারকে প্রথমার্ধে না নামানোর খেসারতও দিতে হয় পিএসজিকে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচে গতি ফেরান নেইমার-ড্রাক্সলাররা। তারই ফল ম্যাচের শেষ দিকে দুই গোল।
পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ গোল এবং গোলের বাইরে মিলিয়ে ২২টি শট নিয়েছে। যেখানে পিএসজি গোলে মোট শট নিতে পেরেছে ৮টি। প্যারিসের দলটির ত্রাতা হয়ে দাঁড়িয়ে ছিলেন চলতি মৌসুমের একদম শেষ সময়ে রিয়াল ছেড়ে পিএসজি যাওয়া গোলরক্ষক কেইলর নাভাস। তার দুর্দান্ত সব সেভেই শেষ পর্যন্ত রিয়ালের মাঠ থেকে পয়েন্ট পেয়েছে পিএসজি। অন্যদিকে রিয়াল গোলরক্ষক কর্তোয়া এ ম্যাচেও করেছেন ভুল।
সান্তিয়াগো বার্নাব্যুতে অবশ্য আগুনে এ ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ছড়িয়েছে বিতর্ক। প্রথমার্ধের শেষ সময়ে ইকার্দিকে ফাউল করে লাল কার্ড দেখেন থিবো কর্তোয়া। পরে ভিএআর দেখে লাল কার্ড এবং পিএসজির পাওনা ফ্রি কিক কিংবা পেনাল্টির বাঁশি পত্যাহার করে নেন রেফারি। উল্টো মাঝমাঠে মার্সেলোেকে ফাউল করা হয়েছে বলে সিদ্ধান্ত দেন
পিএসজির তিন মিনিটে স্তব্ধ বার্নাব্যু
Tag: Advertisement games

No comments: