অর্থনৈতিক জরিপের সমালোচনায় পরিকল্পনামন্ত্রী
nec
অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন জরিপ আর প্রতিবেদন প্রকাশের সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, এসব প্রতিবেদনে উন্নয়নশীল দেশগুলোর কোনো লাভ হয় না।
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রেক্ষিত পরিকল্পনা মূল্যায়ন প্রতিবেদনের মোড়ক উন্মোচন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে সাধারণ অর্থনীতি বিভাগ।
এ সময় প্রতিবেদনে উঠে আসা দেশের অর্থনীতির উন্নয়নচিত্র তুলে ধরেন জিইডি সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম।
অনুষ্ঠানে দেশের অর্থনীতি মূলত উৎপাদনশীল খাত, কৃষি আর রেমিট্যান্সের ওপর ভর করে চলছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, টেকসই পরিকল্পনা ছাড়া দীর্ঘমেয়াদে কঠিন হবে সফলতা ধরে রাখা।

No comments: