বুয়েট আন্দোলনের সমাপ্তি ঘোষণা শিক্ষার্থীদের
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শুরু হওয়া আন্দোলন প্রায় দুই মাস ধরে চলার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা করেছে শিক্ষার্থীরা।
সেই সাথে ২৮ ডিসেম্বর সেমিস্টার ফাইনালে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। বুধবার বিকেলে বুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিক ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বুয়েট কর্তৃপক্ষ তাদের প্রায় সব দাবি মেনে নেয়ায় ক্লাস-পরীক্ষায় ফিরছেন তারা। আবরার হত্যার ঘটনায় বিভিন্ন দাবিতে বুয়েটে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র্যাগিং বন্ধে যেসব সিদ্ধান্ত নেয়া তা যেন ঠিকমত প্রয়োগ হয়। সে বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।
গত ৬ অক্টোবর বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর থেকে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই হত্যার বিচার দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে ১৫ অক্টোবর মাঠের আন্দোলন থেকে সরে এলেও ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মামালায় অভিযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বহিস্কার করে কর্তৃপক্ষ।
Tag: others

No comments: