এবার ধর্মঘটের হুমকি সাউথ আফ্রিকান ক্রিকেটারদের
গত অক্টোবরে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের ডাকে উত্তাল হয়ে উঠেছিল দেশের ক্রীড়াঙ্গন। উত্তাপ ছুঁয়েছিল ক্রিকেট বিশ্বকেও। এসেছিল নানামুখী মন্তব্য। এবার আলোচনায় প্রোটিয়ারা। ধর্মঘটের হুমকি এসেছে সাউথ আফ্রিকান ক্রিকেটারদের থেকে।
দেশটির ক্রিকেটারদের সংগঠন এসএসিএ জানাচ্ছে, শুক্রবারের আগে বাণিজ্যিক লভ্যাংশের কোনো সুরাহা না হলে যেকোনো সময়ে আসতে পারে ধর্মঘটের ডাক। তাতে হুমকির মুখে পড়বে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ।
কোনপ্রকার অনুমতি ছাড়াই সাউথ আফ্রিকার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ এমজানসি সুপার লিগে ক্রিকেটারদের নাম ও ছবি ব্যবহার করায় ক্রিকেট সাউথ আফ্রিকার (এসসিএ) সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে এসএসিএ। ২০১৮ সালের এমজানসি সুপার লিগে খেলোয়াড়দের বকেয়া বাণিজ্যিক লভ্যাংশ দিতে দেরি করায় গত মাসেও দ্বন্দ্বে জড়ায় বোর্ড ও সংগঠন। তর্ক-বিতর্কের শেষে একবছর দেরি করে খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেয় এসসিএ। বরখাস্ত করা করা হয় বোর্ডের তিন কর্মকর্তাকে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দ্বিতীয়বারের মতো একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আবারও বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এসএসিএ। সংগঠনের প্রধান নির্বাহী টনি আইরিশ বলেছেন, ‘এসএসিএর মাথায় ধর্মঘটের বিষয়টি ভালোভাবে আছে। প্রয়োজনে শিল্প ধর্মঘটের মতো ব্যবস্থা নেয়া হবে।’
‘এসএসিএ তার নির্বাহী ও প্রশাসনিক বোর্ডের সঙ্গে শুক্রবার এক সভায় বসবে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের অনৈতিক আচরণ নিয়ে আলোচনা করা হবে। সেখানেই ঠিক হবে খেলোয়াড়রা কোনপ্রকার আনুষ্ঠানিক ব্যবস্থা কিংবা প্রতিবাদের মধ্যে দিয়ে যাবে কিনা।’
খেলোয়াড়দের ধর্মঘট ডাকার ঘোষণায় হুমকির মুখে পড়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজ। আগামী সপ্তাহেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলতে সেদেশে যাওয়ার কথা ইংলিশদের। সেঞ্চুরিয়নে বক্সিং ডেতে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা।
কঠিন হলেও প্রয়োজনে সেই সিরিজ বয়কটের সম্ভাবনার কথা জানিয়েছেন টনি আইরিশ, ‘এখনই সেই সিরিজ নিয়ে কথা বলা যাচ্ছে না। আমরা আগে ধর্মঘটের প্রধান সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। আমরা আন্তর্জাতিক সূচির গুরুত্বের বিষয়টিও মাথায় রাখছি। তবে কঠিন হলেও সত্যি হয়তো ধর্মঘটের প্রভাব ইংল্যান্ড সিরিজেও পড়তে পারে।’
Tag: Advertisement games

No comments: