সোমালিয়ায় ব্যস্ত সড়কে গাড়িবোমা বিস্ফোরণ, বহু হতাহত
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর এক ব্যস্ত সড়কে গাড়িবোমা বিস্ফোরণে এ পর্যন্ত ২০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় শনিবার সকালে (বাংলাদেশ সময় দুপুর) শহরের গাড়ি ভর্তি সড়কের ব্যস্ত একটি মোড়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ইবরাহিম মোহাম্মেদ বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘এটি একটি বিধ্বংসী হামলা ছিল এবং আমি ২০ জনের বেশি বেসামরিক মানুষ নিহতের তথ্য নিশ্চিত করতে পারব। আহত হয়েছে আরও অনেকে।’
এখনো হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটিতে জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
ঘটনাস্থলে অনেকগুলো মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অনেকগুলো দেহই এত বেশি পুড়ে গেছে যে দেখে সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব নয়।
Tag: world

No comments: