হংকংয়ে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ অব্যাহত
আছে।
চীনের আধিপত্যের বিরুদ্ধে রোববার হংকংয়ের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এর আগে শনিবার হংকংয়ের বিভিন্ন শপিং মলে বিক্ষোভের সময় তাদের ওপর পিপার স্প্রে ও লাঠিচার্জ করে পুলিশ।
এ সময় সহিংসতার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বেশ কিছুদিন বিরতির পর বড়দিনের দিন আবারো বিক্ষোভ শুরু করে হংকংয়ের মানুষ।
এ সময় শপিং মল ও বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর চালায় বিক্ষুব্ধরা। পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।
সরকারি সম্পত্তির ওপর হামলার নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি
Tag: world

No comments: