মেহেরপুর জেলার গাংনী উপজেলার চোখতোলা মাঠের মহাসড়কের পাশ থেকে ০৩ টি আপেলের কার্টুনে ৫৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ইমরান (২৪) কে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বুধবার রাতে মেহেরপুরের গাংনীর চোখতোলার মাঠের মহাসড়ক থেকে ফেন্সিডিলসহ ব্যবসায়ী ইমরানকে আটক করা হয়। আটক ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী থানাধীন পশ্চিম শারিখ খালী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ফেন্সিডিলের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আহসান হাবিব, এ এস আই রফিক সঙ্গি ফোর্সসহ চোখতোলা মাঠের কাছে অভিযান চালায় এসময় সন্দেহভাজন ইমরান হোসেনের আপেলের কার্টুন তল্লাশী করে ৫৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।
গাংনীতে ৫৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
Tag: Zilla News
No comments: