ফ্রান্সের দুইশ চল্লিশ কোটি ডলারের পণ্যে একশ ভাগ শুল্ক আরোপ করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ফেসবুক, গুগল ও আমাজনের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্রান্সের ৩ শতাংশ কর আরোপ টেক কোম্পানিগুলোকে ক্ষতির মুখে ফেলবে বলে জানায় মার্কিন কর্তৃপক্ষ।
এরপরই ফরাসী পণ্যের ওপর পাল্টা শুল্কারোপের কথা জানায় তারা। এর মধ্যে শ্যামপেইন, হাতব্যাগ, পনিরসহ ও অন্যান্য পণ্য রয়েছে।
এদিকে, আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে আমদানিকৃত ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্রুত শুল্ক পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনায় মুদ্রার মান অস্বাভাবিক কমে গেছে, যা মার্কিন কৃষকদের জন্য ভাল নয়। সে কারণেই এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক পুনরায় কার্যকর করার কথা জানান তিনি।
এর আগে একবার শুল্ক আরোপ ও পরে প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
ফ্রান্সের পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
Tag: world

No comments: