Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ময়মনসিংহের ত্রিশালে নৈশ প্রহরী হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ২




ত্রিশালে নৈশ প্রহরী হত্যা ও ডাকাতির ঘটনায় গ্রেফতার ২ :

ত্রিশাল উপজেলার বৈলর বাজারে ডাকাতি করতে এসে লাল মিয়া (৫৫) নামে এক নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হল- শরীয়তপুর জেলার পালং থানার রাজু মাতাব্বর (২১) ও বরগুনার রিপন খান জাফর (২৩)। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। পুলিশ সুপার জানান, গত ১৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশালের বৈলর বাজারে একদল ডাকাত পিকআপযোগে একটি ব্যাটারির দোকানে ডাকাতি করতে আসে৷ এসময় প্রথমে একজন প্রহরীকে গাড়ীতে উঠিয়ে নিয়ে হাত-পা বেঁধে কিছু দূরে ফেলে আসে। কিছুক্ষণ পর ডাকাত দলটি ফের ওই বাজারে এসে দোকানের দিকে গেলে বাজারের অন্যান্য প্রহরীরা তাদের বাধা দেয়। এসময় ডাকাত সদস্যরা লাঠি দিয়ে উপর্যুপরি আঘাত করে প্রহরী লাল মিয়াকে হত্যা করে চলে যায়। এ ঘটনায় ত্রিশাল থানায় খুনসহ ডাকাতি মামলা দায়ের হয়। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার ওপর মামলাটির তদন্তভার অর্পণ করা হয়। পরে গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) তারিখ রাজধানীর বাড্ডা থেকে নিহত প্রহরীর লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার এবং হত্যায় জড়িত দুই ডাকাতকে শরীয়তপুর জেলার গুসাইরহাট থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। এসময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যানসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শাহ আবিদ হোসেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply