মহাসাগরে চীনা রণতরীকে তাড়া করলো ভারতীয় যুদ্ধজাহাজ
ভারত মহাসাগরে একটি চীনা যুদ্ধজাহাজকে ধাওয়া করে এলাকা ছাড়া হতে বাধ্য করেছে ভারতীয় যুদ্ধজাহাজ। চীনা যুদ্ধজাহাজটি দিল্লির অনুমতি না নিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করায় এ পদক্ষেপ নিয়েছে ভারত।
বুধবার (০৩ ডিসেম্বর) ভারতীয় নৌবাহিনী নিবসের আগের দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিংহ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সীমানা লঙ্ঘন করে চীনের যুদ্ধজাহাজটি গোপনে ভারত সীমান্তের প্রবেশ করে। পরে সেটিকে তাড়া করা হয়।
ভারত মহাসাগরের অর্থনৈতিক জোনের কাছাকাছি এলাকায় গড়ে সাত থেকে আটটি চীনা জাহাজ ঘোরাফেরা করে। ভারত সেগুলির ওপর কড়া নজর রাখছে।
করমবীর বলেছেন, ‘২০০৮ সাল থেকেই ভারত মহাসাগরে উত্তরোত্তর চীনের উপস্থিতি বাড়ছে। আমরা নজর রাখছি নানা উদ্দেশ্যে, কখনও সমুদ্র সংক্রান্ত গবেষণার জন্য। কখনও বা সামুদ্রিক সম্পদের অনুসন্ধান অথবা উত্তোলনের জন্য। কখনও জলদস্যু দমন অভিযানে।’
Tag: world

No comments: