মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের বৃদ্ধা সাবেদা খাতুন এর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। ঘটনার বিস্তারিত জানিয়ে মেহেরপুর পুলিশ সুপার প্রেস ব্রিফিং করেছেন।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম মুরাদ আলী বক্তব্য রাখেন। পুলিশ সুপার প্রেসব্রিফিংয়ে বলেন গত ১ নভেম্বর বৃদ্ধা সবেদা খাতুন ১১ টি ছাগল মাঠে চরাতে যায়। বাগোয়ান গ্রামে তারা শেখের ছেলে রাশেদ, দোলনের ছেলে হাজিবুল, নেকবার সহ পলাতক অন্য একজন মিলে সবেদা খাতুনে দুটো ছাগল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় সাবেরা খাতুন একজনকে চিনে ফেলার কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দুটি ছাগল নিয়ে পালিয়ে যায়। পুলিশ সুপার বলেন, প্রায় ২৫ দিন অক্লান্ত পরিশ্রমের পর মুজিবনগর থানার পুলিশ রাশেদ, হাজিবুর নেকবারকে গ্রেফতার করে। এর মধ্যে রাশেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্য এক ব্যক্তিকে আটকের জোর প্রচেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানান করে।
No comments: