দেশের ১৭ লাখ দশ হাজার মানুষ নানা ধরনের প্রতিবন্ধিতার শিকার। এর মধ্যে ৬১ ভাগই পুরুষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সবশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, কুমিল্লায় প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি।
সাদিয়া আফরিন জুঁই। বয়স সাত। জন্মের এক বছরের মাথায় মা বুঝতে পারেন, জুঁই বিশেষ শিশু।
বুদ্ধি বিকাশের জন্য জুইকে ভর্তি করা হয় কেরানিগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। এখানে তার মতো আরও অনেক শিশু পড়াশোনা করছে।
২০১৩ সালে সারা দেশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ শুরু করে সমাজসেবা অধিদপ্তর। ১২ ক্যাটাগরিতে চলে জরিপ। এতে দেখা যায়, শারীরিক প্রতিবন্ধিতার শিকার ব্যক্তি ৭ লাখ ৬৩ হাজার।
এছাড়া, দৃষ্টি প্রতিবন্ধী দুই লাখ ৩৪ হাজার, বহুমাত্রিক প্রতিবন্ধিতা এক লাখ ৯১ হাজার এবং বুদ্ধি প্রতিবন্ধী এক লাখ ৩৪ হাজার। নারীর তুলনায় পুরুষ প্রতিবন্ধীর সংখ্যা চার লাখ বেশি।
জিনগত ও জন্মের আগে পরে নানা সমস্যায় বাড়ছে বিশেষ শিশুর সংখ্যা। প্রতিবন্ধীপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে কুমিল্লা ,ময়মনসিংহ ও চট্টগ্রামে। আর সবচেয়ে কম প্রতিবন্ধী পাওয়া গেছে খাগড়াছড়ি ও বান্দরবান জেলায়।
প্রতিবন্ধিতা প্রতিরোধে গর্ভধারণ ও সন্তান জন্মদানকে নিরাপদ করার তাগিদ চিকিৎসকদের।
পুরুষ প্রতিবন্ধী ৬১ ভাগ, বেশি কুমিল্লায়
Tag: Zilla News

No comments: