অপরিকল্পিত খোঁড়াখুড়ি আর বায়ু দূষণে নাকাল নগরবাসী
রাজধানীর বায়ুতে দূষণের পরিমাণ বেড়েই চলেছে। উন্নয়নমূলক কাজের পাশাপাশি অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীতে ধুলা ও দূষণের পরিমাণ বেড়ে যায়। তবে এবার শুষ্ক মৌসুম আসার আগেই রাজধানীতে শুরু হয়েছে ধুলোর বিপদ।
বৈশ্বিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা, এয়ার ভিজ্যুয়ালের তথ্যানুসারে, গত নভেম্বরে বেশ কয়েকবার ঢাকা ছিল বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে। সেসময় ঢাকার মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ ছিলো কারওয়ান বাজার, মোহাম্মদপুর, গুলশান, উত্তরা, মিরপুর ও নর্দ্দা এলাকায়। এদিকে দূষণ রোধে, স্পেশাল ক্রাশ পোগ্রাম চালু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
এতে পানি ছিটানোসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ঢাকার দূষণ নিয়ে চিকিৎসকেরা বলছেন, বায়ুদূষণের কারণে ঢাকা শহরে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।
বাতাসে ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা বেড়ে গেলে ক্যানসার, শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয় বলেও বলছেন তারা।
Tag: Featured

No comments: