জুতো চুরি গিয়েছে বলে হেসে ওড়ানোর উপায় নেই! কারণ, জুতোর দাম এক লক্ষ টাকারও বেশি। তাই কড়া ভাষায় অভিযোগ জানানো হয়েছে থানাতেও। অভিযোগ পেয়ে পুলিসও হন্যে হয়ে খুঁজছে সেই চোর আর ওই মহামূল্য জুতো জোড়া।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। জানা গিয়েছে, লাহোরের গঙ্গারাম হাসপাতাল সংলগ্ন এলাকার একটি মসজিদে নামাজ পড়তে ঢুকেছিলেন লাহোরের ডিফেন্স এলাকার বাসিন্দা সিরাজ বসির। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে তিনি দেখেন তাঁর জুতো নেই, চুরি গিয়েছে।
মসজিদ থেকে চুরি গেল লাখ টাকার জুতো! চোর ধরতে ‘চিরুনি তল্লাশি’ পুলিসের
Tag: others

No comments: