Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নিজের বিয়েতে জমিয়ে নাচলেন মোনা সিং




শুক্রবার মুম্বইয়ের জুহুতে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছেন 'জস্সি জ্যায়সি কোয়ি নেহি' খ্যাত অভিনেত্রী মোনা সিং। বিয়ের কথা প্রথমে গোপন রাখলেও অবশেষে সাতপাকে বাঁধা পড়ার পর নববধূর বেশে নিজের ছবি শেয়ার করেছেন মোনা। প্রকাশ্যে এনেছেন নিজের বিয়ের খবর।
মোনা সিংয়ের শেয়ার করা ছবিতে তাঁকে তাঁর ব্যাঙ্কার স্বামী শ্যামের গলায় মালা দিতে দেখা যাচ্ছে। এই বিয়েতে মোনা যে বেশ খুশি তা তাঁর চোখে মুখে স্পষ্ট। লাল লেহেঙ্গা, হাতে লাল চূড়া ও কলিরা পরে ভীষণই সুন্দর দেখাচ্ছিল মোনাকে। ছবি শেয়ার করে ক্যাপশানে মোনা লিখেছেন, ''ভালোবাসা, হাসি, সব মিলিয়ে অবশেষে মধুর সমাপ্তি। ''
ADVERTISEMENT
বিয়ের পর হবু বরের পরিবারের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় মোনাকে।  মুম্বইয়ের জুহুর মিলিটারি ক্লাবে বসেছিল অভিনেত্রীর বিয়ের আসর। মোনার বিয়ের নান মুহূর্তের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে।
মোনা-শ্যামের বিয়েতে দুই পরিবারের পাশাপাশি খুব স্বল্প সংখ্যক লোকই আমন্ত্রিত ছিলেন, তবে তাঁদের মধ্যে ছিলেন মোনার কিছু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব। দেখা যায় 'জস্সি জ্যায়সি কোয়ি নেহি'র নন্দু অর্থাৎ অভিনেতা গৌরব গেরা, অভিনেত্রী রক্সান্দা খান সহ আরও বেশকিছু অভিনেতা-অভিনেত্রীদের।
নিজের বিয়েতে জমিয়ে নাচতেও দেখা যায় মোনাকে। সঙ্গে নাচেন রক্সান্দা খানকেও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply