বিএনপি আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করার হুমকি দিয়ে বিএনপি প্রকৃতপক্ষে আদালতের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে। এটা আদালত অবমাননার সামিল।’
আজ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ (বিএএমপিএল) এর চতুর্থ বার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, শুধুমাত্র বিচারিক প্রক্রিয়াতেই বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব।
বিএএমপিএল এর সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ ও মোজাফফর হোসেন পল্টু এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
ড.হাছান বলেন, ‘বিএনপি প্রধান রাজবন্দী নন। তিনি অর্থ আত্মসাৎ মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন এবং একমাত্র আদালতই তাকে মুক্তি দিতে পারে। কিন্তু, বিএনপি সব সময়ই হুমকি দিয়ে আসছে যে তারা আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করবে। তার মুক্তির বিষয়টি আদালতের উপরই নির্ভর করছে। এছাড়া আর কোন পথ নেই।’
মন্ত্রী বলেন, বিএনপি গত ১১ বছরে কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি। ড.হাছান আরো বলেন, ‘আমরা তাদের ‘তুমুল আন্দোলন’ দেখেছি। তাদের যত সমাবেশ, নিজেদের মধ্যে মারামারিও তত। তাদের নিজেদের নেতাদের উপরেই কর্মীদের আস্থা নেই। তাদের আন্দোলনের ডাক শুনে মনে হয় এজন্যই লোকে বলে, ‘খালি কলসি বাজে বেশি

No comments: