খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে আসেনি
কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আজ বৃহস্পতিবার আসেনি। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আদালতে দাখিল করতে পারেনি।
ফলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিলের জন্য সময় আবেদন করেন। আজ প্রধান বিচারপিতর নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিলো।
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সময় আবেদন মঞ্জুর করে, প্রতিবেদন আগামী বৃহস্পতিবারের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন।
তবে, বেগম জিয়ার আইনজীবীরা আপিল বিভাগে একটি প্রতিবেদন দাখিল করেছেন। আদালতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই প্রতিবেদনের কোন ভিত্তি নাই।
এদিকে শুনানিকে কেন্দ্র করে জোরদার করা হয় সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়।

No comments: