সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা সবশেষ অঞ্চল ইদলিবে সরকারি বাহিনীর অভিযানের কারণে গেল দুই সপ্তাহে ২ লাখ ৩৫ হাজার মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বর্তমানে ঐ এলাকাটি একেবারে জনশূন্য বলেও জানায় সংস্থাটি।
শনিবার (২৮ ডিসেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা জানায়, বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে রুশ সামরিক বাহিনীর সহায়তায় আসাদ বাহিনীর অভিযানের কারণে গেল ১২ই ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত দুই লাখের বেশি মানুষ ঘারবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
বর্তমানে তারা মানবেতর জীবন-যাপন করছে বলেও জানায় সংস্থাটি। অবিলম্বে অভিযান বন্ধের পাশাপাশি গৃহহীন এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
ইদলিবের নিয়ন্ত্রণ নিতে গেল আগস্ট মাস থেকে অঞ্চলটিতে অভিযান চালিয়ে আসছে সিরিয় সেনাবাহিনী। যদিও শুরু থেকেই তুরস্ক, ফ্রান্স এবং জাতিসংঘ ঐ অভিযানের বিরোধিতা করে আসছে।
১৫ দিনে ইদলিব থেকে পালিয়েছে ২ লাখ ৩৫ হাজার মানুষ
Tag: world

No comments: