Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » অঢেল সম্পদের ফিরিস্তি: মূসা বিন শমসের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র




সম্পদ নেই, আছে সম্পদের ফিরিস্তি। গালগল্প দিয়ে গণমাধ্যম এবং দেশের মানুষের কাছে বিশাল সম্পদের মালিক মুসা বিন শমসের। নিজেকে দাবি করেন একজন প্রিন্স হিসেবেও। এসব মিথ্যা তথ্য প্রদানের কারণে দুর্নীতি দমন কমিশন আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে আলোচিত এই ব্যবসায়ীর বিরুদ্ধে। মিথ্যা তথ্য প্রদান ও অবৈধ সম্পদ অর্জনের এসব মামলার তদন্তে মুসার কোনো সহোযোগিতাও পায়নি দুদকের কর্মকর্তারা। আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের। চলাফেরা করেন ডজন খানেক দেহরক্ষী নিয়ে। দেশি-বিদেশী গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সুইস ব্যাংকে তার রয়েছে ১২ বিলিয়ন ডলার ও বিপুল স্বর্ণালঙ্কার রয়েছে। ঢাকার গাজিপুর ও সাভারে রয়েছে অন্তত ১ হাজার ২শ বিঘা জমি। ঢাকায় আলিশান বাড়ি। এছাড়াও নিজস্ব জেট বিমান, কয়েক ডজন গাড়িসহ বিলাসবহুল জীবন যাপনের কথাও এসেছে বিভিন্ন সময়। বিপুল সম্পদের খবরে মুসার আয়ের উৎস জানতে অনুসন্ধান শুরু করে দুদক। বৈধ কোনো উৎস না পেয়ে মামলা করে সংস্থাটি। দুদকের জিজ্ঞাসাবাদে এসে গণমাধ্যমকে সম্পদের ফিরিস্তি শোনান মুসা নিজেও। মুসার ৫টি গাড়ি ও গুলশানের তার স্ত্রীর নামে একটি বাড়ি আর ফরিদপুরে সামান্য জমি ছাড়া আর কিছুই পায়নি দুদক। সুইস ব্যাংকের বিলিয়ন ডলার বা জমির মালিকানার কোনো প্রমাণও দুদকের কাছে উপস্থাপন করতে পারেননি মুসা। অবৈধ সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেয়ায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনের কাজ শেষ করেছে দুদক। যে কোনো দিন আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলেও জানান দুদকের কমিশনার। শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি কেনার আরেক মামলায়ও মুসার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply