ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শনিবার ( আসামে ভারতীয় কংগ্রেসের ১শ' ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এক জনসভায়, নাগরিকত্ব আইনকে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর হামলা আখ্যা দেন তিনি। বিতর্কিত আইন বাতিলের দাবি জানিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে তামিল নাড়ু, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে।
এদিকে, পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
বৈষম্যমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শনিবার এভাবেই এক সুরে প্রতিবাদ করেন চেন্নাইয়ের হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ ক্ষমতাসীন বিজেপিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা।
তামিল নাড়ু তৌহিদ জামাতের সদস্য ঘানি বলেন, মুসলিমদের দেয়া ভোটে বিজেপি সরকার পাঁচ বছরের ক্ষমতা ভোগ করছে। অথচ তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী নির্বাচনেই মুসলিমদের ক্ষোভ প্রকাশ পাবে।
ভারতের পতাকা হাতে ঐক্যের জানান দেন কর্ণাটকের মানুষ। যে কোন মূল্যে বিতর্কিত নাগরিকত্ব আইন প্রতিহত করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
তারা বলছেন, ১৯৩৫ সালে হিটলার যে আইন জারি করেছিল এটি তারই প্রতিচ্ছবি। ব্যাপক হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যেই এই আইন করেছে বিজেপি সরকার।
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, একইদিন উডিশার ভূবনেশ্বরে নাগরিকত্ব তালিকা এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়।
ভারতবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাহুল গান্ধীর
Tag: world

No comments: