সহকর্মীর গুলিতে নিহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৬ সদস্য
ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু'জন।
মঙ্গলবার ইন্দো-তিব্বতীয়া বর্ডার পুলিশের নারায়নপুর জেলা ক্যাম্পে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এদিন স্থানীয় সময় সকাল ৯টায় অভিযুক্ত কনস্টেবল তার সঙ্গে থাকা বন্দুক থেকে সহকর্মীদের লক্ষ্য কোরে গুলি ছোড়েন। পরে নিজে আত্মহত্যা করেন।
তাৎক্ষণিতভাবে এর কারণ জানা যায়নি। অন্য সহকর্মীদের বরাতে পুলিশ জানায়, হামলাকারী কনস্টেবল ছুটি না পেয়ে হতাশ ছিলেন। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছেন সংশ্লিষ্টরা।
Tag: world

No comments: