সিরামিক খাতে ১০ শতাংশ হারে বছরে বাজার বাড়ছে
দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে দেশের সিরামিক খাত। সম্ভাবনাময় এ খাতে প্রতিবছরই ১০ শতাংশ হারে বাড়ছে বাজার। বর্তমানের সিরামিকের অভ্যন্তরীণ বাজার ৫ হাজার কোটি টাকার। রপ্তানির আকার ৫ কোটি ডলারের। তবে কাঁচামালের উচ্চ শুল্ক হারের পাশাপাশি গ্যাস সংকটে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা কঠিন বলছে সিরামিক উৎপাদনকারী সংগঠন বিসিএমইএ।
বর্তমানে দেশে সিরামিক প্রতিষ্ঠানের সংখ্যা ৬৬টি। গেল ১০ বছরে সিরামিক খাতের উৎপাদন বেড়েছে ২০০ শতাংশ। পাশাপাশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ। এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫ লাখ মানুষ।
আধুনিক, টেকসই ও দাম কম হওয়ায় দেশের বাজারে সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে। অভ্যন্তরীণ চাহিদার ৮০ শতাংশই মেটাচ্ছে দেশি সিরামিক। বছরে ৩ হাজার কোটি টাকার বেশি টাইলস ও প্রায় ৮০০ কোটি টাকার সেনিটারিওয়্যার বিক্রি হচ্ছে দেশে।
বর্তমানে বিদেশে রপ্তানি হয় কেবল গৃহস্থালি তৈজসপত্র। তবে, আগামীতে অন্যান্য সিরামিক পণ্যও রপ্তানির পরিকল্পনা আছে এ খাতের উদ্যোক্তাদের।
উদ্যোক্তারা জানান, সিরামিক পণ্য তৈরির সব কাঁচামালই আমদানি নির্ভর। বেশিরভাগ কাঁচামাল আমদানিতে উচ্চ হারে শুল্ক দিতে হচ্ছে।
এতে বাড়ছে উৎপাদন খরচ। আবার নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন বলেও জানান তারা।
সম্ভাবনায় এ খাতে বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদ হার কমানোর আহ্বান উদ্যোক্তাদের। এছাড়া রপ্তানি বাড়াতে ২৫ শতাংশ হারে প্রণোদনা দেয়ার দাবি তাদের।
Tag: Featured

No comments: