যু
অপরাধ বিষয়ক গবেষকদের তথ্য মতে, এ বছর দেশটিতে ৪১টি গুলি ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে, নিহত হয়েছেন ২শ ১১ জন। সে হিসেবে প্রতি হামলায় গড়ে ৪ জনেরও বেশি নিহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে।
৪১টি হামলার মধ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে ৩৩টি। এর মধ্যে, গেল মে মাসে ভার্জিনিয়া সৈকতে হামলায় ১২ জন এবং গেল আগস্টে এল পাসোতে হামলায় ২২ জন নিহতদের ঘটনা সবচেয়ে বড় হত্যাকাণ্ড বলেও জানান মার্কিন গবেষকরা।
গবেষণা তথ্য অনুযায়ী, ২০০৬ সালের পর এই প্রথম সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে ২০১৯ সালে।
No comments: