বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র বিধানসভার স্পিকার

মহারাষ্ট্রে বিধানসভার স্পিকার নির্বাচন নিয়ে জল্পনার ইতি ঘটল। রবিবার নতুন স্পিকার নির্বাচিত হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা নানা পাটোলে। স্পিকার পদে প্রার্থী দিয়েও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় বিজেপি। যে কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হন পাটোলে। পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ।
শনিবারই আস্থাভোটে জয়ী হয়েছে কংগ্রেস-এনসিপি ও শিবসেনা জোট সরকার। উদ্ধব থ্যাকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই স্পিকার কে হচ্ছেন, এনিয়ে জল্পনা চলছিল। সেইমতোই পাটোলের নাম প্রস্তাব করা হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে প্রার্থী হিসেবে কিষান কাঠোরেকে মনোনীত করেছিল বিজেপি। তবে প্রতিদ্বন্দ্বিতা শুরুর আগেই নাম তাঁর নাম প্রত্যাহার করে নেয় বিজেপি। এদিন প্রোটেম স্পিকার দিলীপ ওয়ালসে ঘোষণা করেন, প্রতিদ্বন্দ্বিতা থেকে কাঠোরে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর এই ঘোষণার পরই পাটোলের স্পিকার হওয়া নিশ্চিত হয়ে যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হয়ে যান সাকোলি কেন্দ্রের বিধায়ক নানা পাটোলে। মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে পাটোলেকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একজন কৃষক পরিবারের ছেলে স্পিকার পদে বসায় আমি খুশি হয়েছি। কাঠোরের নাম প্রত্যাহার করা প্রসঙ্গে ফড়নবিশ বলেন, প্রতিবারই মহারাষ্ট্র বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন স্পিকার। এটা বিধানসভার ঐতিহ্য। বিধানসভার সেই ঐতিহ্যের কথা ভেবে এবং অন্য দলের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনসিপি নেতা জয়ন্ত পাতিল বিজেপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
No comments: