‘২৬ জেলায় শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক’
২৬ জেলায় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিকদের ধর্মঘট অযৌক্তিক এবং সরকারকে বেকায়দায় ফেলতেই এই কর্মসূচি পালন করেছে বলে দাবি করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সংগঠনের নেতারা।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, বহিষ্কৃত কতিপয় ব্যক্তি অসৎ উদ্দেশ্য ষড়যন্ত্রকারীদের ইন্ধনে কোন ধরনের নিয়ম নীতি অনুসরণ না করে সরকারকে বেকায়দায় ফেলতে এবং জ্বালানি তেল সংস্থাকে অস্থিতিশীল করা জন্য সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদের নাম ও ব্যানার ব্যবহার করে সরকারের কাছে আমাদেরই পেশকৃত দাবি না জানিয়ে, তিনটি বিভাগে ধর্মঘট ঘোষণা করে।
Tag: others

No comments: