ব্যবসায়ী তোবারক হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫
রাজধানীর তেজগাঁওয়ের শান্তিনিকেতন এলাকায় ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে রাজধানীর মিন্টু রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় পুলিশ।
পুলিশ জানায়, মূলত ব্যবসায়ী শাহ মো. তাবারক হোসেনের বাসায় হত্যাকারীর হামলা দেয় নগদ টাকার লুটের উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে নয় এমনটি প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানিয়েছে গ্রেফতারকৃতরা।
উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে তেজগাঁও শিল্পাঞ্চলের শান্তিনিকেতন এলাকায় নিজ বাসায় খুন হোন কথিত পীর ও ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন (৭০)। এ ঘটনায় তার পালিত ছেলে সাইফুলও আহত হন। তোবারক মহাখালীর ‘মামা প্লাজা’র মালিক। তিনি চট্টগ্রামের শফি মাইজভাণ্ডারীর অনুসারী ছিলেন। সেই সুবাদে তার বাসায় অনেক মুরিদ আসা-যাওয়া করতো। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। দুবৃর্ত্তদের হাতে নিহত হন।
Tag: others
No comments: