ঢাকা-আরিচা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার গবিন্দ এলাকায় পেঁয়াজ ও বালু বোঝাই দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কের গবিন্দ এলাকায় পাটুরিয়াগামী একটি পেঁয়াজ ও মানিকগঞ্জগামী একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংর্ঘষ ঘটে। এতে দু’টি ট্রাকের দুই চালক ট্রাকের কেবিনে আটকা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে ভর্তি করে। চালক দু’জনের অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দুঘর্টনার কারণে মহাসড়কের একটি লাইন বন্ধ রয়েছে। ট্রাক দু’টি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
Tag: others

No comments: