এসএ গেমস-এর তৃতীয় দিনে দ্বিতীয় স্বর্ণ পেলো বাংলাদেশ। দেশের পক্ষে আজ কারাতে ৬০ কেজি কুমিতে স্বর্ণ জেতেন আল আমিন। সকালে ফাইনালে পাকিস্তানকে পেছনে ফেলে স্বর্ণ জেতেন তিনি।
এছাড়া কারাতে মাইনাস ৬৭ কেজি কুমিতে রৌপ্য জেতেন ফেরদৌস। আর উশু তাউলু চাং চুয়ান ইভেন্টে রৌপ্য জিতেছেন ওমর ফারুক। এ নিয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের মোট পদক সংখ্যা ১৮। এর আগে সোমবার দীপু চাকমার হাত ধরে প্রথম স্বর্ণ জেতে বাংলাদেশ। তায়কোয়ান্দোতে ২৯ প্লাস কেজিতে দেশের হয়ে স্বর্ণ জেতেন তিনি।
এসএ গেমস: বাংলাদেশকে দ্বিতীয় সোনা জেতালেন আল আমিন
Tag: Advertisement games lid news

No comments: