আফগানিস্তানে পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্যকে হত্যা করেছে তালেবান
। এ ঘটনায় অনিশ্চয়তায়, দোহায় মার্কিন ও তালেবান প্রতিনিধিদের মধ্যকার শান্তি আলোচনা।
মঙ্গলবার রাতে উত্তরের কুন্দুজ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে আফগান সেনাবাহিনীর ১৫ সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা।
এর আগে হামলা চালায় পাশ্ববর্তী বাঘলান প্রদেশের একটি থানায়। এতে নিহত হন ১৪ পুলিশ সদস্য। দু’টো হামলারই দায়স্বীকার করেছে তালেবান। যদিও দু’টো হামলায় মোট ৫২ জন নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে সংগঠনটি। গেলো রোববারই তালেবানের ৫১ সদস্যকে হত্যার তথ্য নিশ্চিত করে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।
Tag: world
No comments: