Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রংপুরের বদরগঞ্জের পপির হাত-পা বাঁধা লাশ উদ্ধার,পুলিশ সদস্য গ্রেফতার




অপহরণ মামলায় গ্রেফতার এক পুলিশ কনস্টেবলের দেয়া তথ্যে ঢাকার ক্লিনিক কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। হত্যার পর রংপুরের বদরগঞ্জের শ্যামপুরে চাষের জমিতে হাত পা বেঁধে পুঁতে রাখা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে দুই সহযোগীসহ কনস্টেবল রবিউলকে গ্রেফতার করে পুলিশ। আরমান হেলথ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা তোশারফ হোসেন পপির কর্মচারী বিপুলের মাধ্যমে পরিচয় পুলিশ কনস্টেবল রবিউলের। গত ১১ জানুয়ারি কাজের মেয়ে দেয়ার কথা বলে তোশারফকে রংপুরে ডেকে নেয় পুলিশ কনস্টেবল রবিউল। কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে অপহরণের পর তোশারফকে রবিউল তার বড় বোন লাবনীর শ্যামপুরের বাড়িতে নেয় । জিম্মি অবস্থায় তোশারফ কৌশলে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। অপহরণের এই অভিযোগ নিয়ে তোশারফের বোন রংপুর কোতোয়ালি থানায় ছুটে আসলে ১৬ জানুয়ারি মামলা নেয়ার পর দিন রবিউল, তার দুই সহযোগী সাইফুল ও বিপুলকে গ্রেফতার করে পুলিশ। পরিবারের সদস্যদের একজন বলেন, 'হাজারীবাগ থানায় একটা জিডি করছিলাম। সেটা দেখেই র‍্যব দৌড়াচ্ছিলো উদ্ধার করতে। এরমধ্যে কে ফোন দিলো জানি না। এরপরই উল্টাপাল্টা কথা। এর আন্ডারে না ওর আন্ডারে।' পরিবারের আরো এক সদস্য বলেন, 'পুলিশ মেরে ফেলছে বলেইতো পুলিশ এগিয়ে আসেনি। সাধারণ জনগণ মারলেতো পুলিশ এগিয়ে আসতো।' শেষ পর্যন্ত অপহরণের ৯দিন পর গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী শনিবার রাত ভর অভিযান চালিয়ে রোববার দুপুরে পুলিশ কনস্টেবল রবিউলের বোন লাবনীর বাড়ির পাশের একটি জমিতে পুঁতে রাখা তোশারফের মরদেহ উদ্ধার করে পুলিশ। রংপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলছে, অপরাধী যেই হোক আইনের হাত থেকে ছাড় পাবে না। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার জানান, আর্থিক লেনদেনের ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করলেও তা নিশ্চিত নয় পুলিশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply