বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলা
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালের দিকে ওই রকেট হামলা চালানো হয়। বিবিসির একজন প্রতিবেদক বলেছেন, মার্কিন দূতাবাস কমপ্লেক্স থেকে সাইরেন বেজে ওঠে এবং ভবনের ভেতরে থাকা ব্যক্তিদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয়।
ইরাকি পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সরকারি ভবন ও বিদেশি মিশন থাকা গ্রিন জোনে তিনটি কাটইউশা রকেট ছোঁড়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, বাগদাদের বাইরে জাফরানিয়াহ জেলা থেকে ওই তিনটি রকেট হামলা চালানো হয়। দুটি রকেট মার্কিন দূতাবাসের কাছে বিধ্বস্ত হয় বলেও জানিয়েছে সূত্রগুলো।
গত ৮ জানুয়ারিও গ্রিন জোনে দুটি রকেট হামলা চালানো হয়েছিল। ওইদিন ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে এক ডজনের বেশি মিসাইল হামলাও চালানো হয়েছিল।
এর আগে গত ৩ জানুয়ারি মার্কিন এক ড্রোন বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি বাগদাদে নিহত হন। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাল্টা জবাব দিতে ৮ জানুয়ারি ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান।
Tag: world

No comments: