সংসদ ভবন চত্বরে এমপি আব্দুল মান্নানের জানাজা
বগুড়া-১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় আব্দুল মান্নানের জানাজা। এ সময় সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকেও। পরে এ নেতাকে শেষ বিদায় জানান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নান গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানাজা শেষে, তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা মান্নানের স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সম্ভাবনাময় রাজনৈতিক নেতা হারালো বাংলাদেশ।
No comments: