Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শঙ্কা কাটেনি তাবিথের, নাশকতার আশঙ্কা আতিকের




নির্বাচনের দোড়গোরায় এসেও শঙ্কা কাটেনি ঢাকা উত্তরে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকলেও তাদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম করছেন নাশকতার আশঙ্কা। বলছেন, সুষ্ঠু ভোটে বাধা হতে পারে তার বিরোধীপক্ষ। আবার দু’জনই আশাবাদী নিজের জয়ের ব্যাপারে। আর প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারবেন এমন একজনকেই মেয়র দেখতে চান ভোটাররা। থেমে গেছে প্রচারণার ডামাডোল। রাত পোহালেই ভোট। তবে অলিগলি আর রাজপথ জুড়ে ঝুলানো পোস্টারই এখন হাওয়া ছড়াচ্ছে নির্বাচনের। আর যাদের মন ভোলাতে এতো আয়োজন সেই ভোটাররা এখন মিলিয়ে নিচ্ছেন শেষ বেলার হিসাব। অন্যদিকে টানা প্রচারণা শেষে ভোটের আগেরদিন প্রার্থীও ব্যস্ত নির্বাচনের দিনের ছক কষতে। উত্তরে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল এখনও আছেন শঙ্কায়। ভোটের অগের দিনেও আপত্তি ইভিএম এ। দাবি করছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে নিজের বিজয় সুনিশ্চিত। ঢাকা উত্তরের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমাদের সব আপত্তির সঙ্গে সব যুক্তি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি অনেকবার। কিন্তু আমাদের কথা তিনি শোনেননি। এখন তার উপরে দায়িত্ব পড়েছে যেন ইভিএমে কোনো কারচুপি হবে না। স্বস্তিতে নেই আওয়ামী লীগের আতিকও। বিরোধী শিবিরের দিকে ইঙ্গিত করে তার অভিযোগ পাঁয়তারা চলছে নাশকতার। ঠিকঠাক ভোট হলে উন্নয়নের ধারাবাহিকতায় নৌকার বিজয়ের বিকল্প দেখছেন না তিনি। ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল বলেন, চিন্তায় আছি কারণ যেভাবে শুনছি বাইরে থেকে লোকজন আসছেন, অনেক সন্ত্রাস ঢুকছে এটা ঠিক না। ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল আটটা থেকে চারটা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। আর সবগুলো কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply