রাজধানীর ধানমন্ডিতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান
রাজধানীর ধানমন্ডিতে বিপুল নকল টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। সকাল ১০টার দিকে এ অভিযান শুরু হয়।
জব্দ হওয়া নকল টাকার মধ্যে ১ হাজার ও ৫শ টাকার নোট রয়েছে। র্যাব জানায়, অভিযানে প্রায় কোটি টাকার বেশি নকল নোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। কয়েক বছর ধরেই জাল টাকা তৈরীর চক্রের সাথে এরা জড়িত বলে জানিয়েছে র্যাব।
এরআগে বৃহস্পতিবার রাতে একজনকে কদমতলী থেকে গ্রেপ্তার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
No comments: