Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সেঁতিয়েনকে জয়ে স্বাগত জানালেন মেসি




বার্সেলোনার দায়িত্ব নিয়ে প্রথম মিশনে নেমেছিলেন কিকে সেঁতিয়েন। নতুন কোচের অভিষেক, সেটিও আবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। লিওনেল মেসি হতাশ করেননি। দারুণ এক গোলে সেঁতিয়েনকে জয়ে স্বাগত জানিয়েছেন অধিনায়ক। লা লিগায় রোববার রাতে গ্রানাডার বিপক্ষে ১-০ গোলে জয় তুলেছে বার্সেলোনা। সবেধন গোলটি মেসির থেকে এসেছে। জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে ফিরেছে কাতালানরা। তাদের সমান পয়েন্ট ৪৩ নিয়ে গোলপার্থক্যে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে বার্সেলোনা কেমন খেলেছে নতুন কোচের অধীনে? যেজন্য সেঁতিয়েনকে আনা, প্রথম ম্যাচেই তার ঝলক মিলেছে। বল ধরে রেখে আক্রমণাত্মক খেলা, এদিন গোলসংখ্যায় ছোট জয় হলেও বার্সার খেলা মন ভরিয়েছে ভক্তদের! বিজ্ঞাপন বিজ্ঞাপন গত সেপ্টেম্বরে প্রথম লেগে এই গ্রানাডার মাঠেই ২-০ গোলে হেরে বসেছিল বার্সা। সেটি মনে রাখলে শোধ তোলা কঠিনই ছিল বলা যায়। বল ধরে খেলেও গোল আসছিল না, অতিথিদের টানা ফাউলে আটকে যাচ্ছিল বার্সার আক্রমণগুলো। গোলশূন্য কাটে প্রথমার্ধ। বিরতির পর ফিরে কেটে যায় অনেকটা সময়। অথচ ম্যাচে ৮৩ শতাংশ বল দখল বার্সার, প্রতিপক্ষের গোলমুখে একডজন শটের আধাডজন অনটার্গেট, কেবল গোলটাই নাই। ম্যাচের ৬৯ মিনিটে মেসিকে ফেলে দিয়ে দুই হলুদ কার্ডে গ্রানাডার ডিফেন্ডার জার্মান সানচেজ মাঠ ছাড়লে দশজনের দল হয়ে পড়া অতিথিদের আরও চেপে ধরে স্বাগতিকরা। অবশেষে ৭৬ মিনিটে খোলে জট। গ্রিজম্যান-ভিদালের সাথে বল দেয়া-নেয়া করে বক্সের মধ্য থেকে জাল খুঁজে নিয়ে বার্সেলোনাকে স্বস্তিতে ডোবান আর্জেন্টাইন মহাতারকা। চলতি লিগে মেসির গোল হল ১৪টি, সর্বোচ্চ। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৭ গোল নামের পাশে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply