পিএস, এপিএস, পিএ দুর্নীতি করলে সেই দায় উর্ধ্বতনদেরও: দুদক চেয়ারম্যানমন্ত্রী, এমপিসহ সরকারি কর্মকর্তার পিএস, এপিএস কিংবা পিএ দুর্নীতি করলে সেই দায় উর্ধ্বতনদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
সকালে দুর্নীতি দমন কমিশনের কনফারেন্স হলে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় দুদক চেয়ারম্যান বলেন, ক্যাসিনোকান্ডে এখনো অনেকের নাম প্রকাশ করা হয়নি। অবৈধ সম্পদ অর্জনকারীদেরও নাম রয়েছে, যা তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না বলেও জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতিবাজরা যত বড় পদেই থাকুক কাউকে ছাড় দেয়া হবে না। দুর্নীতি দমন করতে দুদক সক্ষম বলেও দাবি তার।
শিক্ষার্থীদের দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে দেশের ২৬ হাজার ২১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
পিএস, এপিএস, পিএ দুর্নীতি করলে সেই দায় উর্ধ্বতনদেরও: দুদক চেয়ারম্যান
Tag: politics

No comments: