সাতক্ষীরা সীমান্তে আড়াই কেজি সোনা উদ্ধার
সাতক্ষীরায় ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ৩৫০ গ্রাম সোনা ও সোনার গহনা আটক করেছে বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ব্যাগ ব্যাগ জব্দ করে বিজিপি।
শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি’র টহল কমান্ডার সুবেদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ি পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ জব্দ করে।
পরে তল্লাশি করে দুই কেজি ৩৫০ গ্রাম সোনা সহ সোনার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি সাতচল্লিশ লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে
Tag: Zilla News
No comments: