‘মেয়েরা বিশ্বকাপে যাচ্ছে এটাই গৌরবের’
বাংলাদেশ নারী দল টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে রোববার। আগেভাগেই হয়ে গেল ফটোসেশন। বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সালমা-রুমানাদের সঙ্গে ছিলেন নাজমুল হাসান পাপনও। বিসিবি সভাপতি বললেন, মেয়েরা বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটাই গর্বের।
‘আমি মনে করি মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়। এখন পর্যন্ত আমাদের নারী দল যে পারফরম্যান্স দেখিয়েছে, খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’
সঙ্গে নাজমুল হাসান জানালেন ছেলেদের মতো মেয়েদেরও বিশ্বমানের সুযোগ-সুবিধা দেয়ার কথা ভাবছে বোর্ড, ‘এটা তো অস্বীকার করার সুযোগ নেই, ছেলেদের যে ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় মেয়েদের আমরা তা দিয়ে উঠতে পারিনি। এটা আমাদের জন্য চিন্তার বিষয়, কতো তাড়াতাড়ি তাদের সেই ধরনের সুযোগ-সুবিধা দিতে পারি। এদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ, অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দশ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে তারা। স্বাগতিক অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টিম টাইগ্রেস। ভারত, শ্রীলঙ্কার সঙ্গে অতীতে খেললেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই খেলেনি লাল-সবুজের মেয়েরা।
১৪ ফেব্রুয়ারি আইসিসির প্রটোকলে চলে যাবে সালমা খাতুনের দল। তার আগে মেয়েরা বিসিবির খরচে গোলকোস্টে ক্যাম্প করবে। স্থানীয় দলের সঙ্গে খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ।
No comments: