মুজিববর্ষের লক্ষ্য কেউ যেন বেকার না থাকে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষের লক্ষ্য সারাদেশে কেউ বেকার থাকবে না। শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে অন্যকে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে যুবাদের।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে ২৭ জন যুবকের হাতে তুলে দেওয়া হয় জাতীয় যুব পুরস্কার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় তিনি আরো বলেন, ক্লাস সিক্স থেকে যে কোন একট বিষয়ে প্রশিক্ষিত করে তোলা হবে শিক্ষার্থীদের। যেটা তাদের পছন্দ।
বক্তব্যে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ থেকে দূরে থাকতে সকল যুবকের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর কাজ শেষ করাই আমাদের লক্ষ্য। যে দেশের জন্য লাখো মানুষ রক্ত দিয়েছে সে দেশ কখনো ব্যর্থ হতে পারে না।
No comments: