অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী তারিন জাহানকে নিয়ে স্বামীর পক্ষে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, জাপান গার্ডেন, শেখের টেক ও শ্যামলী এলাকায় নৌকার পক্ষে ভোট চান তিনি।
এ সময় আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণায় যেখানেই যাচ্ছি, সেখানেই নৌকার পক্ষে জনগণের স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। জনগণ বিশ্বাস করে, তিনি (আতিকুল ইসলাম) নির্বাচিত হলে নগরবাসীর জন্য কাজ করে ঢাকা শহরে পরিবর্তন আনতে পারবেন।
প্রচারণার শেষ দিনে ডা. শায়লা শাগুফতা ইসলামের সঙ্গে আতিকুল ইসলামের আত্মীয়-স্বজন ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী তারিন সুন্দর ও সচল ঢাকার জন্য নৌকার পক্ষে ভোট দিতে ঢাকার ভোটারদের প্রতি আহ্বান জানান। প্রিয় তারকাদের কাছে পেয়ে ভোটাররাও সেলফি তুলতে মেতে উঠেন। একই সঙ্গে নির্বাচনী প্রচারণায়ও ব্যাপক সাড়া পড়ে যায়।
তারকাদের নিয়ে ভোট চাইলেন আতিকুলের স্ত্রী
Tag: Featured

No comments: