চাকরি খুঁজে পেয়েছেন’ প্রিন্স হ্যারি
রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর প্রিন্স হ্যারি খুব দ্রুত আরেকটি চাকুরি খুঁজে পেয়েছেন বলে টুইটার ব্যবহারকারীরা রসিকতা শুরু করেছেন। একটি বিজ্ঞাপন চিত্রে প্রিন্স হ্যারির মতো দেখতে এক মডেলকে দেখে এ মন্তব্য করছেন তারা।
অনলাইনে ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। রেটেড পিপলের এই বিজ্ঞাপনে ডিউক অব সাসেক্স হ্যারির ভূমিকায় অভিনয় করেছেন মডেল সাইমন পেনজিলি।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক সানের ভাষ্য অনুসারে, বিজ্ঞাপনটিতে প্রিন্স হ্যারির চরিত্রে সাইমন পেনজিলি একটি উঁচু দেয়ালের উপরে দাঁড়িয়ে স্ক্রু লাগানোর কাজ করছেন এমনটি দেখানো হয়েছে।
আর এই বিজ্ঞাপনেই ছেয়ে গেছে লন্ডন শহর। লন্ডনের সাবেক এক রাজনীতিবিদ মার্ক প্রিস টুইট করেছেন, ‘দেখে ভালো লাগছে যে, হ্যারি নতুন কাজ খুঁজে পেয়েছে’।
কেবল টুইটার নয়, অন্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আলোচনা চলছে বিজ্ঞাপন চিত্রটিকে ঘিরে।
Tag: world
No comments: