ইনস্টাগ্রামের মন্তব্যে কপাল পুড়লো অস্ট্রেলীয় ক্রিকেটারদের
ইনস্টাগ্রামে কমেন্ট করে বিপাকে পড়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটার। ব্যাটসম্যান জ্যাক ফ্রেসার ম্যাকগুর্কের পোস্টে আপত্তিকর মন্তব্য করার কারণে তাদের নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডর বিপক্ষে ম্যাচ জেতার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন ফ্রেসার ম্যাকগুর্ক। ব্যাটিং করছেন- এমন পোজে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে তিনি লেখেন ‘কোয়ার্টার ফাইনালস হেয়ার উই কাম’। এরপরই তার সতীর্থদের অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য করতে থাকেন সেখানে।
মন্তব্যের ঘরে অলিভার ডেভিস লেখেন, স্যার গ্রেট প্লেয়ার। (আমি) আপনার অনেক বড় ভক্ত। আপনি একদিন ভারতের হয়ে খেলবেন।
লিয়াম স্কট লেখেন, আপনার হোয়টসঅ্যাপ নম্বরটা দেন, বন্ধু হতে চাই।
ল্যাচাম হারনে, তানভীর সাংহা, সাম ফ্যানিং ওই একই রকম মন্তব্য করেন।
Tag: games
No comments: