দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দেখছে ইংলিশরা
পোর্ট এলিজাবেথ টেস্টের ৪র্থ দিন শেষে জয় দেখছে সফরকারি ইংলিশরা। শেষ দিনে তাদের প্রয়োজন আর ৪ উইকেট। অন্যদিকে, ম্যাচ বাঁচাতে হলে ১৮৮ রানের পাহাড় টপকাতে হবে আফ্রিকানদের। প্রথম ইনিংসে ৪৯৯ রানে ইনিংস ঘোষণা করে থ্রি লায়নরা। জবাবে, প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে স্বাগতিকরা। পরে দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। দিন শেষে ৬ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১০২ রান।
বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের পর চতুর্থ দিনের শুরুতেও হানা দেয় বেরসিক বৃষ্টি। পরে, বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। কিন্তু প্রথম ইনিংসে আর রান পায়নি দক্ষিণ আফ্রিকা। এক রান যোগ করতেই অল আউট হয়ে যায় তারা। প্রথম ইনিংস থামে ২০৯ রানে। এরপর ইংল্যান্ড ফলো অন করালে, আবারো ব্যাটিংয়ে নামতে হয় আফ্রিকানদের। তবে এবারেও স্বস্তি পায়নি তারা।
শুরু থেকেই ইংলিশ বোলারদের দাপটে নাস্তানাবুদ হয়ে পড়ে ফাফ ডু প্লেসি বাহিনী। ৪৪ রানেই প্যাভিলিয়নে ফেরত যান প্রথম তিন ব্যাটার। এরপর অধিনায়ক আর ডুজেন চেষ্টা করেছিলেন ইনিংস মেরামতের। কিন্তু লাভ হয়নি। দ্রুতই ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের ক্ষণ গুণতে থাকে তারা। পরে, কেশব মহারাজ এবং ফিল্যান্ডারের দৃঢ়তায় দিন শেষ করে স্বাগতিকরা।
Tag: games

No comments: