মেহেরপুর জেলার সেরা ওসি নির্বাচিত হয়েছেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। গতকাল রোববার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স ফোর্সের সাপ্তাহিক মাষ্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ নিয়ন্ত্রণ সভায় জেলার পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী এ ঘোষণা এবং তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সম্মাননা স্বারক প্রদান করেন।
মেহেরপুর জেলা পুলিশ ডিসেম্বর’১৯ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ও আদালতের পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার, সন্তাস দমন, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ নির্মূলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে অসামান্য অবদান রাখায় তাঁকে জেলার সেরা ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, মুজিবনগর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিসের ওসিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরের গাংনীর ওসি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত
Tag: Zilla News
No comments: