তাপস রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিস্ফোরক মমতা
সারদা ও রোজভ্যালি-কাণ্ডে একাধিক তৃণমূল নেতা, মন্ত্রী ও সাংসদের গ্রেফতারি নিয়ে যে বারুদ জমেছিল, তাপস পালের মৃত্যু যেন তাতে বিস্ফোরণ ঘটাল। বুধবার রবীন্দ্র সদনে প্রয়াত অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের এক বার আঙুল তুলে তিনি বললেন, ‘‘প্রতিহিংসা মুলক রাজনীতির তৃতীয় শিকার তাপস পাল।’’
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি কটকের ঝাড়পদা জেল থেকে মুক্তি পেয়েছিলেন তাপস পাল। তত দিনে এক বছর এক মাস জেল খেটে ফেলেছেন তিনি। বন্দিদশাতেই শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জেল মুক্তির বছর দু’য়েকের মাথায় মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। সারদা ও রোজভ্যালি-কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতার নিয়ে এত দিন জনসভায় নিয়ম করে কেন্দ্রীয় সরকার বিঁধতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপস পালের মৃত্যুতেও সেই আবহ তৈরি হল। রবীন্দ্র সদনে দাঁড়িয়ে ফের মমতা তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের দিকেই। তাঁর অভিযোগ, ‘‘এজেন্সির দ্বারা অত্যাচারিত হয়ে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তাপস পাল। তিনি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন।’’ তৃণমূল নেত্রীর দাবি, সেই চাপ সামলাতে না পেরেই অসময়ে চলে গেলেন তাপস পাল।
তাপস পালের মৃত্যুর সঙ্গে মমতা জুড়ে দিয়েছেন তৃণমূল নেতা সুলতাম আহমেদ ও তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুরও প্রসঙ্গও। তাঁর দাবি, ‘‘কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা মূলক রাজনীতির তৃতীয় শিকার তাপস পাল।’’ সুলতান আহমেদের মৃত্যু প্রসঙ্গে মমতার বক্তব্য, ‘‘একটা চিঠি পেল, একটা ফোন এল। তার পর বাথরুমে গেল মারা গেল।’’
Tag: world

No comments: