মুম্বইয়ের (Mumbai) রাস্তায় বাইক চালাতে দেখা গেল সোনাক্ষী সিনহাকে। লাল রঙের বুলেট নিয়ে যখন মুম্বইয়ের রাস্তায় নামেন, তখন ক্যামেরার ফ্ল্য়াশ ঝলসে উঠতে শুরু করে।
আরও পড়ুন : বিচ্ছেদের পর মা হচ্ছেন কল্কি, অভিনেত্রীর কাছে প্রাক্তন স্বামী মাথায় হেলমেট পরে, বুলেট নিয়ে সোনাক্ষী যখন মুম্বইয়ের রাস্তায় নামেন, সেই সময় পাপারাতজি সামনে চলে আসেন (Sonakshi Sinha) অভিনেত্রীর। ওই সময় পাপরাতজিকে অনুরোধ করেন সোনাক্ষী, তাঁর সামনে থেকে সরে যাওয়ার। শুধু তাই নয়, এরপর ক্য়ামেরার ফ্ল্য়াশ এড়িয়ে বুলেট নিয়ে সেখানে থেকে সরে যান সোনাক্ষী সিনহা। জানা যাচ্ছে, (Kareena Kapoor Khan) করিনা কাপুর খানের রেডিয়ো শোয়ের জন্যই বাইক নিয়ে মুম্বইয়ের রাস্তায় নেমে পড়েন সোনাক্ষী। নিজের (Car) গাড়ি কিংবা বাইকে চড়ে নয়, বুলেট চালিয়ে করিনার শোয়ের সেটে পৌঁছে যান শত্রুঘ্ন-কন্যা।
সম্প্রতি দাবাং থ্রি-তে (Salman Khan) সলমন খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সোনাক্ষী সিনহা। দাবাং থ্রি বক্স অফিসে সেভাবে সাফল্য না পেলেও, সোনাক্ষীর অভিনয়ে দর্শক যে আপ্লুত, তা বেশ স্পষ্ট।
No comments: