রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যদের নিয়ে এতে অংশ নেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পরস্পর কুশলাদি বিনিময় করেন। পরে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
রাষ্ট্রপতির এই নৈশভোজে বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতারা এবং বিভিন্ন কূটৈনৈতিক মিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নিজ ভাষণে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের মাঝে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইতালি সফর নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।

No comments: