হবিগঞ্জের নবীগঞ্জে অটো রাইস মিলের চুলা বিস্ফোরণে নাসির মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ টেকাদীঘি অটো রাইস মিলে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বুধবার সকালে শহরের টেকাদীঘি অটো রাইস মিলের বয়লারে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ওই বয়লারের শ্রমিক নাসির মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ৫ জন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর মর্গে প্রেরণ করা হয়েছে। বয়লারের চুলায় কোন ত্রুটির কারণেই বিস্ফোরণ ঘটতে পারে। নিহত নাসির উপজেলার ভুবিরবাক গ্রামের আব্দুর রশীদের ছেলে।
হবিগঞ্জে রাইসমিলের চুলা বিস্ফোরণে শ্রমিক নিহত
Tag: Zilla News
No comments: