২০১৯ সালে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৯৪ হাজার ৩৩১ কোটি টাকা
। এক প্রান্তিকে যা কমেছে ২১ হাজার ৯৫৭ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দেখানো হয়েছিলো, ১ লাখ ১৬ হাজার ২৮৮ কোটি টাকা।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলো ১০ লাখ ১১ হাজার ৮২৮ কোটি টাকার ঋণ বিতরণ করে। যার মধ্যে ৯ দশমিক তিন দুই শতাংশ অর্থ খেলাপিতে পরিণত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে উল্লেখিত খেলাপি ঋণের বিষয়ে প্রশ্ন তুলেছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যাংকাররা। তারা বলছেন, দেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ ২ লাখ কোটি টাকার বেশি।
Tag: Featured
No comments: